কপালে দিয়েছো চন্দন ফোঁটা
মুখে দিয়েছো মিষ্টি
সামনে সাজানো অঢেল খাবার
দেখিনি চোখে এ জীবনে ...


আজ থেকে তুমি হলে দিদি
আমি ছোট ভাই
বস্তির ছেলে, নাম চন্দন
শরীরে পাবে না তুমি
চন্দন গন্ধ ...


সারা শরীর জুড়ে
ঘৃণা, অবহেলার গন্ধ
চোখের আগুন কখন গলে জল -


মাথা নীচু কারোর কাছে
কখনো করিনি আগে -
তোমার পায়ে হাত দিয়ে
করি একটা প্রণাম,


তোমার আশীষ পেয়ে যেন
মানুষ হতে পারি দিদিভাই ...


      *********


রচনাকাল - ১৩/১১/২০১৫