একটা জীবনের দাম বেশী
না একটা মৃত্যুর?
মাঝে মাঝে হিসেব করি
কিন্তু গুলিয়ে ফেলি –
উত্তর পাই না।

লোকে আমাকে বোকা বলে
অকেজো লোকেরা নাকি
জীবন-মৃত্যুর হিসাব করে
হবে হয় তো!

একটা ভূমিকম্প অথবা
একটা প্লেন ক্রাশ
কিংবা সাগর জলে নৌকাডুবি
নিমেষেই সব শেষ …

পাতা ফুরিয়ে আসে
জীবন-মৃত্যুর হিসাব মেলে না …

      ****

রচনাকাল – ১১/০২/১৯৯৪
( ২২ বছর আগে লেখা )