তোমার তরুণ চোখের পাতায় আছে
ঘুমন্ত শেফালি

সীমানা ছাড়িয়ে চলে যায়
ক্লান্ত পথিক

মনের জানালায় উঁকি দেয়
স্বপ্নের মায়াজাল

তোমার দিকে ফিরেও তাকায় নি
অচেনা আগন্তুক

উত্তর আকাশে জমছে কালো মেঘ
কাঁপন বুকে …

তেপান্তরের মাঠে ওঠে ঝড়ের কলরব
তুমি একা –

মনের জানালায় জমা ধুলো
আজ অভিমানী

ঝড় বৃষ্টিতে ভেসে যায় চরাচর
দ্বারে পথিকবর।

    ****