বাতাস কেটে কেটে ছুটছে
ছোট্ট একটা মেয়ে...
বৈশাখী ঝড় ওঠার আগেই
যেতে হবে গন্তব্যে -


সন্ধ্যা হবার অনেক আগেই
আকাশ ভরা আঁধার
হরিণীর মতো ছুটছে...
যেন বুকের ভেতর বিকেলের
দাম্ভিক সূর্যটাকে লুকিয়েছে সে।


যারা আমরা এখন বড় হয়েছি
নতুন করে  শৈশবকে দেখলাম
ঝড়কে ছিল না ভয়
সবাই ছুটে যেতাম আম বাগানে
কে কত কুড়তে পারে
তারই ক্লান্তিহীন প্রতিযোগিতা।


বাতাস কেটে কেটে ছুটছে
ছোট্ট একটা মেয়ে ...
যেন হারিয়ে গেলাম ওর মধ্যে
শৈশবের কিশোর হয়ে
ছুট... ছুট... ছুট...


      *****