এক আকাশ রোদ্দুর দিয়েছো
                         জঠরে দিয়েছো ঠাঁই
ভালোবাসার বুকে জ্যোৎস্না হাসে
                          আমিও যে হাসি তাই।


তোমার বুকের অন্নে আমার
                          ধীরে ধীরে বেড়ে ওঠা
তোমার ওষ্ঠের পরশে আমার
                             প্রাণ টুকু ফিরে পাওয়া।


মনের আকাশে শুকতারা ভেবে
                            রেখেছো জড়িয়ে বুকে
মায়া মমতায় যাবে না কখন
                               সে বাঁধন কভু খুলে।


চন্দ্র সূর্য যত দিন রবে
                    মায়ের বুকেতে শিশু
অবুঝ হাসিতে লুটোপুটি খায়
                    যেন দেবদূত এক যীশু।।


     ******