তোমার চারিদিকে দিয়েছি কেটে বৃত্ত
বেরিও না তুমি -
অসতর্ক মুহূর্তে হাজির হবে
দু’পেয়ে হায়নার দল।


সোনার হরিণ, সূর্পণখা
এসব এখন অতীত -
বাচাঁনোর জন্যে আসবে না কেউ
একটাও জটাযু পাখি।


অভিসারি মন আনমনা হয়ে
যেও না বৃত্তের বাইরে
পাবে না ফিরে আগের মতো
তুমি যেমন ছিলে।


ঠোঁটে তোমার আগুন জ্বলে
ছাই চাপা সারা শরীর
বৃত্তটাকে ভেবো না অতীত
এটাই অতি সত্যি ।


আগেও ছিল এখনও আছে
বৃত্তের অদৃশ্য এক শক্তি।


    ****