সে
দিন
আকাশে
শুকতারা
প্রহর গোনে
চাঁদ জেগে থাকে
নিদ্রাহীন  নিশীথে
ভালোবাসা ক্লান্তিহীন
শিশ  দেয় হলুদ পাখি
ঠোঁটে আছে কামড়ের দাগ
গাঙচিল রোদ্দুর মেখে ফেরে
ভালোবাসার উঠোনে রঙ খেলা
একটু চুমুর জন্যে  আগ্রাসী মন
নদীর চরে ভেসে ওঠে লাজুক প্রেম
শুকতারা ডুবে যায় অবুঝ অঙ্গীকারে।


     ****