সুড়ঙ্গে দাঁড়িয়ে দেখেছি
দুর্বিষহ গরলের স্রোত
শূন্য সরোবরে রক্তহীন মাছ।


জীবন নদী শুকিয়ে ফালাফালা
নষ্ট সময়ের স্রোত ছুঁয়ে যায়
সাজানো বাগান তছনছ -


নীল আকাশের নীচে
কেন এত সুরঙ্গ?
সূর্য কিংবা চাঁদের আলোর
প্রবেশাধীকার নেই।


সুরঙ্গ জুড়ে আলোহীন নির্জনতা
গোপন আঁতাত চলে নিশিদিন
শব্দ হীন হেঁটে যায় অচেনা কিছু পা।


অনুর্বর মাটির গন্ধ খেলা করে
সুরঙ্গ জেগে থাকে অদৃশ্য আধারে
হঠাৎ গুলির শব্দে ওঠে আর্তনাদ ...


আলো আঁধারিতে অচেনা ছোটাছুটি
সুড়ঙ্গে ভরে ওঠে রক্তে
এত রক্ত মানুষের শরীরে থাকে?


         ******