মেঘের গায়ে লুকিয়ে আছে
কোন সে আলোর স্বপ্ন
বুকের মধ্যে জল তরঙ্গ
নূপুর ছন্দে বাজে।


ঝাড়বাতির গায়ের গন্ধ
শতবর্ষ হোক -
ধুলোমাখা দেহটার কেউ
রাখে না একটুও খোঁজ।


ঝাড়বাতি সব তোর দোষ
মন কেমনের দিনগুলো আজ
ফিরে ফিরে আসে রোজ।


একটা সময় কদর ছিল
ঝাড়বাতি তুই সব -
বুকের পাঁজরে খেলা করে যত
হাজার বাতির ঝাড়।


ঝাড়বাতি তোর দিন ফুরোল
তুই তো এখন অতীত ...
থাক লুকিয়ে মেঘের ভিতর
খুঁজবে না কেউ সারা রাতি।


নিকষ কালো আঁধার রাতে
হোক না যতই রোশনাই
তুই যে এখন উপন্যাসের
শেষ পাতার দৃশ্য।।


     *****