পড়শিরা বলেছিল, খুব ভালো মেয়ে
বলেছিল তার আত্মীয়রাও
খোলা জানালায় দু’চোখ রেখে
দাঁড়িয়ে থাকতো মেয়েটা।


আকাশটাকে দেখতো আনমনে
শৈশব থেকে কৈশোর
কৈশোর থেকে যুবতী
কখন যে বড় হল
সে নিজেও জানে না।


মনে তার রামধনু রঙ
শরীরী উপত্যকায় দেখা দিয়েছে
ভালোবাসার সৌরভ -
লাজুক ঠোঁটে বৈশাখী ঝড়
এক সমুদ্র শরীর নিয়ে
বেরিয়ে পড়ে নীল জোছনায়।


ভালোবাসার খেলা না কি
শরীর দখলের লড়াইয়ে
হারিয়ে যায় সেই মেয়েটা
খোলা জানালা পড়ে থাকে
একাকীত্বের ঘোর অন্ধকারে।


      ****