তোমার সমুদ্রপৃষ্ঠে অবগাহন করে
কোনো কূল পেলাম না
দিশেহারা নাবিকের মতো
হাবুডুবু খেতে খেতে
ক্লান্ত আজ আমি...


বুকের ভেতর থেকে উঠে আসে
আগ্নেয়গিরি নিঃসৃত লাভা
নীরবতা ভেঙে ভালোবাসা
জেগে থাকে পথ চেয়ে
তবুও ...


বিধাতা দিয়েছে উলঙ্গ শরীর
মেখেছি ভালবাসার রঙ
যৌবন অলিন্দে খুলছে দুয়ার
অভিমান দূরে রেখো আজ।


ভালোবাসার স্বরলিপি লিখেছি
মনের বালুকা বেলায়
রোদ্দুর ফিকে হতে হতে
সূর্য নেমেছে পশ্চিমে
তবুও ...


পথ চেয়ে বসে থাকা আজও
জ্যোৎস্না আলোতে ভেসে যায় চরাচর
ডুবুরি হয়ে নেমেছি, হৃদয়ে তোমার
ভালোবাসা খুঁজতে খুঁজতে
পেরিয়ে যায় অনন্ত সময় ...


   *****