সবুজ ঘাসের বুক চিরে চলে যায়
পথ ভোলা পথিক
গন্তব্যের নেই কোনো ঠিকানা...
ক্ষয়িষ্ণু শরীরে অবেলার ছায়া
ছন্দ পতন জীবনের প্রতি পদে।


শরীরের উৎসবে নেই মন
চেতনার হাত ধরে ফিরে যায়
সেই যৌবনের পথে -
উতলা হাওয়া ছুঁয়ে যায়
ভালবাসার উৎসব মুখর অতীতে।


নারীর ঘ্রাণের গন্ধে উত্তেজনা জাগে
শরীরের গোপন অলিগলিতে
সাগরের জলে ঝিনুক খোঁজার মতো
কেটে যায় অনন্ত সময়
প্রেমের অসুখ সারে না, তবুও –


অনেকটা পথ যেতে হবে
সবুজ ঘাসের বুকে
রেখে যায় পদচিহ্ন
পথ ভোলা পথিকের
পথ চলা অন্তহীন...


    ****