তোমার প্রশ্রয়ে বেড়ে গেছি বেশি
সমুদ্র মন্থনের বিষেই ছিল অমৃত
কপালে জোটেনি অমৃত
তাই শরীর হয়েছে নীল ...


স্বপ্ন বিলাসী মনে তুমি দেখিয়েছো
স্বপ্নের ফেরিওয়ালা হবার সাধ
জোনাকি আলোতে চোখের কাজল
ভালোবাসা ফেরি করে ...


বুকের তৃষ্ণা, চোখের ভাষা
এক পলকেই গেছে উবে
সোহাগ নদীতে সাঁতার কেটেছি
সুখের সাগরে ভেসে ...


দক্ষিণা বাতাসে খেলা করে
তোমার সুগন্ধি খোলা চুল
হৃদয় স্পর্শে অনুভব করি
তুমি আমি করিনি কোন ভুল।।


     *****