তোমার জন্যে একটা আকাশ
আমার কুঁড়ে ঘর
তোমার জন্যে হাওয়াই জাহাজ
আমার নদীর চর।


মিথ্যে তুমি ভয় পেয় না
আসবে উড়ো চিঠি
মনটা করো আকাশ সমান
ওটাই জিয়ন কাঠি।


ধনীর ঘরে জন্ম তোমার
আমি চাষার ছেলে
তোমার আছে সাত-মহলা
আমিই এলেবেলে।


স্বপ্ন দেখি আজব দেশে
থাকি তোমায় নিয়ে
হটাত স্বপ্ন গেল ভেঙে
দেখি, কুঁড়ে ঘরে শুয়ে।


এমনি ভাবে গেল কেটে
বিয়ের বয়স পার
তুমি গেলে শ্বশুর বাড়ি
আমার জীবন সার।


তোমায় ভেবে ভেসে গেল
আমার সারা জীবন
তবুও তোমায় ভালবেসে
হয়েছে আমার মরণ।


এক জীবনে সব কিছু কী
চাইলে পাওয়া যায়
গরীব ঘরে জনম আমার
মিথ্যে এ তো নয়।


ভালো থেকো, সুখে থেকো
এটাই আমি চাই
এ জীবনে নাই বা পেলাম
পরজন্মে তোমায় যেন পাই।।
        
    ***********