অচেনা নদীর বুকে
সাঁতার কাটছি অনর্গল
ঝড়ো বাতাসে ঢেউগুলো যেন
আস্ত এক পাথর।


এদিক ওদিক ডুব সাঁতারে
ভেসে চলি মাঝ দরিয়ায়
রোদ ঝলমল মুক্ত আকাশ
নৌকা ভাসে আপন খেয়ালে।


ঢেউ কেটে কেটে চলি
দিশাহীন আঁধারে ...
বাঁচবার পথ খুঁজি মাঝ দরিয়ায়
ঢেউগুলো চাপা দেয় বারে বারে।


হঠাৎ কে যেন আমায় ধরে
দুহাত বাড়িয়ে –
স্পর্শে শিহরণ জাগে
দেখি চেয়ে, এতো মেঘবালিকা।


স্বপ্ন ভেঙে গেছে এক লহমায়
বিনিদ্র রজনী কাটে মাঝ দরিয়ায়।


       *******