তোমার আঁচলের গন্ধ
আজও ভুলিনি মা ...
কতো বড় হয়েছি তবুও -


আঁচলের সেই মিষ্টি গন্ধ আজও পাই
তোমার আঁচলের ছায়ায় কেটেছে
আমার বৈভবের  শৈশব।


গোধূলি বেলার সমস্ত রঙ
তোমার মুখে খেলা করে আজও
সযন্তে লালিত ভালোবাসায়
আমার আবাহণ ...


ঘাস ফড়িঙের মতো
চঞ্চল  দুরন্ত আমি -
কখন রাগ করো নি আমার উপর।


লাফিয়ে ঝাফিয়ে ফালা ফালা করতাম
তোমার সারা শরীর জুড়ে মা
তোমার নিপুণ হাতে
আমাকে দিয়েছ প্রাণ প্রতিষ্ঠা।


দামী শাড়ীকে তুমি করেছ নগণ্য
কর্দমাক্ত শরীরকে দিয়েছ মুছে
তোমার স্নেহের আঁচলে।


আজ তুমি অপাপবৃদ্ধা, তবুও
তোমার আঁচলের গন্ধ আজও পাই মা
সেই শৈশবের দিন গুলোর মতোই।


         *********