অভিমানে ভালোবাসার মনোভূমি ভেঙে যায়
ওষ্ঠের গ্যালারি জুড়ে রঙিন জলছবি
বুকের পাথর সরিয়ে দেখেছি
ভালোবাসা অসহায় ভাবে কাঁদছে।


ব্যাকুল সমুদ্র ভেঙে চলে যায়
মায়াময় নীল জ্যোৎস্না
শরীরের উৎসবে উষ্ণতার স্পর্শ নেই ।


দীর্ঘশ্বাসে ভেসে ওঠে আদিম যৌনতা
পর্ণমোচী গাছের পাতার মতো
ভালোবাসা ঝরে যায় অবিরাম।


বিলিয়ে দিয়েছো শরীরের গোপন উপমা
সব অঙ্গীকার একদিন পুড়ে যায়
ভালোবাসার চেনা বারান্দা অচেনা লাগে।


বাতাসের উল্লাস থেমে যায়
ফেরারি কিশোরী মনে উঁকি দেয়
এক আকাশ কষ্ট, তবুও ...


মনের ঠিকানা আজও খোঁজে
এক ফালি রোদ্দুর।


     ******