ভোরের আলো ফোটার আগেই
দুরন্ত গতিতে ছুটছে ধৌলি এক্সপ্রেস
মনের গতি আরও হাজার গুণ -
গন্তব্য বালেসর হয়ে চাঁদিপুর
অডিশার সমুদ্র উপকূল।


ধুলোর পৃথিবী ছেঁড়ে ছুটছি, ছুটছি ...
ছক বাঁধা জীবনে একটু খুশির ঝলক
শীতের আমেজ মেখে সমুদ্র স্নান
মগ্ন দুপুর জুড়ে অঢেল আয়োজন।


শীতের রোদ্দুর মিশে গেছে
অসীম সাগরের বুকে -
ঢেউ ভেঙে ভেঙে এগিয়ে গেছি
নগ্ন সমুদ্রের বুক চিরে।


সন্ধ্যা নামতেই চোখের পলক
ছুঁয়ে চলে যায় আগুন নেশা -
সবার শরীর জুড়ে অন্য মাদকতা।
রাতের সমুদ্র গর্জন ভেঙ্গে দেয়
জ্যোৎস্না রাতে নীরবতা।


অবিচ্ছিন্ন জোয়ার ভাটায় কেটে যায়
অনন্ত বিরহী সময় ...
সকালের সূর্যদোয় সে এক
অপার বিস্ময় –
সমুদ্র ভেদ করে জেগে ওঠে
নতুন দিনের সোনালী ভোর।।


         ******