ভালোবাসার পাণ্ডুলিপি নরম রোদ্দুরে পড়েছিল
লজ্জাবতী গাছের মতো স্পর্শ করতেই
পাণ্ডুলিপির হৃদয় দুয়ার বন্ধ হয়ে গেল।


বসন্তের হালকা হিমেল হাওয়ায়
বিবর্ণ পাতাগুলো থির থির করে কাঁপে
শরৎ মেঘের পেঁজা তুলো মেঘগুলো
বিদায়ক্ষণ সমাগত জেনেও ...


ভালোবাসা জানে ভরা নদীর স্বাদ গন্ধ
জোয়ার ভাটা হবেই শরীর নদীতে
বেলা শেষে পড়ন্ত রোদের খেয়ালী আলপনা
আঁকা থকে পাণ্ডুলিপির ভাঙা পাঁজরে।


এক ফালি চাঁদের মৃদু আলোয়
ধূসর পারিজাত ফুল ফোটে -
ভালোবাসার বর্ণমালা রচিত হয়
পাণ্ডুলিপির অগোছালো জীবনে।
          
             *******