নরম মাটির বুকে ইতিহাস লেখা
অনেক সহজ কাজ -
মৃদু উচ্চারণে সোহাগের আলপনা
এঁকে দেওয়া যায় ওষ্ঠে।


শক্ত মাটির বুকে সোনালী অক্ষর
মোছা সহজ নয়,
হৃদয়ের নীল রঙ পাখিটা
অবুঝ উল্লাসে ডানা মেলে
কাঙ্ক্ষিত সুখের বাসনায়।


রক্তের ভিতরে নতুন সূর্যের আস্ফালন
বুকের নদীতে বাজে জলতরঙ্গ -
রাতজাগা পাখিদের কোলাহল
থেমে যায় বন জ্যোৎস্নায়।


চোখের পাতায় লেখা আছে
ভবিষ্যতের অঙ্গীকার –
গাঢ় নীল অন্ধকার অনুভব করে
শীতল রক্তের স্রোত ক্রমশ
খরস্রোতা নদীতে পরিণত হচ্ছে।।


          *********