ভোরের প্রথম আলোর স্পর্শে
জেগে ওঠে শিশির স্নাত ঘাস
পৌষের কুয়াশা মাখা রোদ্দুর
মায়ের স্নেহের মতই সুন্দর।


দিগন্ত রেখায় ঘন কুয়াশার পরশ
হিমেল বাতাসে উড়ে যায় ভোর পাখি
একটু উষ্ণতার জন্যে হাঁটছে জনপদ
রোদ্দুরে পোড়াতে চাই এই নশ্বর দেহ।


নতজানু হয়ে নিঃশ্বাস নিই ঘাসের থেকে
খোলা আকাশের নীচে
চেয়ে থাকি অপলক -
মিঠে রোদ্দুর আলতো স্পর্শ করে
চলে যায় ভিন গাঁয়ে ...


      *******