কানামাছি খেলতে খেলতে তলিয়ে গেছি
অতল নদীর গহ্বরে ...
বড় একটা গোল্লা ছাড়া
জীবন খাতায় অঙ্ক মেলেনি ।


চাঁদ বনিকের মতো ডুবে গেছে
সব গুলো সোনার তরী
রাতের গভীরে চোখ দুখানি জলপ্রপাত
অভিমানী বুকে ভালোবাসার তীব্র ক্ষরণ।


দূরের আকাশে লক্ষ তারা জ্বলে
জোনাকি ওড়ে রাতের আঁধারে
চোখের পলকে পেরিয়ে যায়
মাস, ঋতু, বছর ...


কানামাছি খেলা শেষ -
সামনে পড়ে আছে অনন্ত জলরাশি।


            ********