তোমার বিশ্বাসী চোখে নির্জন দুপুর
ডানা মেলে উড়ে যায় সাদা বক -
বুকের জমিতে আদিম উর্বরতা।


অনন্ত জলের ঘূর্ণিতে ভয় নেই
ভয় পাই তোমার বিশ্বাসী মনকে
পুবের সূর্য ছুঁয়ে আছে ওষ্ঠ।


নরম পাখির মতো
তোমার ত্বন্নী দেহ বল্লরী
বিশ্বাসী মন নিয়ে শুয়ে পড়ো বিছানায়।


রাত পাখিদের ডাক শুনে ঘর ছাড়ি
আধ ফালি চাঁদ ডুবে যায় মেঘলা আঁধারে
বিষণ্ণ ভায়োলিন পথ চেয়ে বসে -


হেঁটে চলি মাটির পৃথিবী ছেড়ে বহুদূরে
তোমার বিশ্বাসী মন ঘুমিয়ে
তুমি নিশ্চিত, আমি আসব ফিরে
আবার ...


         *******