মেঘে ভেজা দুপুরে মাছরাঙা একা
খালে বিলে মাছ ধরে নিরালায়
বিবর্ণ ক্যানভাসে আঁকা ছবি
মুছে দেয় ক্লান্ত মাছরাঙা।


সূর্য ছেঁড়া বিকেল আলোতে
জ্যোৎস্না উঁকি মারে পুব আকাশে
অবিরল ভাস্কর্যে আঁকা পূর্ণ চাঁদ
খেলা করে খালে বিলে।


ক্রোধে চীৎকার করে ওঠে মাছরাঙা
বিফল মনরথে ফিরে যায় ঘরে
পূর্ণ চাঁদের স্বচ্ছ আলো অসহ্য লাগে
ঝাউ বনে ওঠে ক্ষুধার্তের হাহাকার।


কুয়াশার মেঘ শীতের আকাশ
বুকেতে হিমেল পরশ -
প্রহর পেরিয়ে ভোরের নীলিমায়
শিকারের খোঁজে মাছরাঙা একা একা।।


           ********