জানালায় চোখ রেখে দিগন্ত দেখি
আকাশটা কেমন মিশে গেছে দিগন্তে।


পানকৌড়ি ডুব দেয় মনের গভীরে
চেনা ছন্দে নেমে আসে আঁধার।


মাটির গন্ধ বুকে নিয়ে জ্যোৎস্না হাসে
টলমলে দিঘির জলে অনাগত ভবিষ্যৎ।


এক মুঠো আগুন খেলায় রাতের উৎসব
উষ্ণ ঠোঁট ভিজে ওঠে ভালোবাসার ওমে।


স্বপ্নের অতলে ঝাঁপ দিতে গিয়ে দেখি
আঁকাবাঁকা পথে নেমে গেছে এক অচেনা নদী।


হাজার তারার বুক চিরে নামে রাতের সুগন্ধ
ভাষাহীন স্পর্শে ডানা মেলে উড়ে যায় দু’টি অচিন পাখি।


                ********