শিলাবৃষ্টিতে নষ্ট আমের মুকুল
চোরা বসন্তের আগাম উপস্থিতিতে
শীতের হিমেল হাওয়া হয়েছে চুরি।


বিষণ্ণ ঘাসের বুক থেকে উবে গেছে
ভোরের শিশির বিন্দু ...
মেঘলা আকাশে অশান্তির ছায়া।


ধুলো ওড়া মিঠে রোদ্দুরে ঝড়ের থাবা
জলদস্যুর মতো ঝাঁপিয়ে নামে শিলাবৃষ্টি
হাওয়ায় দুলছে শিমুল পলাশ।


পাখির ডানায় লেখা আছে
অনেক অভিমান -
অসময়ে শিলাবৃষ্টি মনপছন্দ নয়।


আমের মুকুল নষ্ট বকুল
নষ্ট সময়, শীতের আকাল
ভিজছে শরীর, পুড়ছে শরীর।


এই অবেলায় শিলাবৃষ্টি -
আমের মুকুল সব ঝরে যায়
শিরায় শিরায় আগুন জ্বালায়।।
  
          ********