রামধনু রঙ আকাশ জুড়ে করছে কলরব
দাঁড়াও একটু তোমার জন্যে সাজাই রঙের ঘর।


সবাই জানে হোলিতে আজ রঙ-বেরঙের খেলা
মনেতে রঙ দেব রাঙিয়ে এই তো মধুর বেলা।


ফাগুন হাওয়ায় আবির ওড়ে একটা সুরেলা দিন
হৃদয় জুড়ে উৎসব সুর হয় না অমলিন।


শিমুল পলাশ কৃষ্ণচূড়া ভোর আকাশের আলো
সপ্ত রঙের খেলায় আজকে সবাই থাকি ভালো।


শরীরে রঙ লাগে যদি সে রঙ যাবে যে উঠে
মনেতে রঙ যদি দেয় কেউ সে রঙ যাবে যে থেকে।

জাতপাত ভুলে এসো না সবাই রঙের খেলায় মাতি
উৎসব হোক রঙের খুশিতে ভাই ভাই হয়ে থাকি।।


              ********