রঙচটা দেওয়ালে বাবা মায়ের
স্পর্শের পরশ লেগে আছে...
বুকের মধ্যে তোলপাড় করে ওঠে
বিষণ্ণ সময়ের দাবানল।


অফুরন্ত জোয়ার ভাটায় ভেসে যায়
হিজল গাছের ভেলা...
দুঃসময় পেরিয়ে আজও দাঁড়িয়ে
উদাসী পাইনের বন।


জ্যোৎস্নার আলোক মালার স্পর্শে
ভালোবাসা রামধনু রঙ নেয় –
অভাবে গ্রহণ সত্বেও হাসি দেখেছি
মা বাবার শুকনো মুখে।


রাত ভেঙে নামে চাঁদের আলো
পাশাপাশি বসে অনাহারি সংসার
সে রাতে জোটেনি কিছুই -
তবুও, সব ভুলে হারিয়ে গেছি
মায়াবী চাঁদের খেলায় ...


      ******