হাসি আর গানে ভরা স্বপ্ন সুখের দিন -
বৈশাখী ঝড় পাগল হাওয়া ভাঙল আশার বীণ।


নীলাকাশ গেল কালো মেঘে ঢেকে তপ্ত বোশেখবেলা
নতজানু হয় কড়া রোদ্দুর বন্ধ সকল খেলা।


ঈশান কোণে অট্টহাসি যেন যুদ্ধের আয়োজন
ধ্বংস লীলায় মহাধূমধাম আছে কোনো প্রয়োজন!


এক নিমেষেই সব কিছু শেষ ঘরবাড়ি ছারখার
সাদা ক্যানভাস তছনছ করে ইতিহাস চুরমার।


প্রকৃতির রোষে নিভেছে আলো আঁধারে কুড়াই ছাই
বেদনার গান ভুলেছে মানুষ তবুও বাঁচতে চাই।।


        ********