বসন্ত দিন আসবে আবার
ফুটবে কতো ফুল
দূরত্ব সব যাক না মুছে
ভাঙুক সবার ভুল।


শীতে সবাই কুঁকড়ে আছে
শরীর আগুন চায়
গরম তাপে উষ্ণ হবে
নেই যে কারুর দায়।


দখিনা হাওয়ায় ঝরবে পাতা
ছুটি নেবেই শীত
গরীব দুখী কষ্ট ভুলে
গাইবে বসে গীত।


নাম না জানা অলীক পাখি
কতো তাদের নাম
মুক্ত আকাশ মুক্ত ডানা
সুখটা ওদের ধাম।


কোকিলের ডাকে ভোর হবে
জীবন হবে সুন্দর
খুশির দোলায় দুলবে সবাই
প্রকৃতিই বাঁচার বন্দর।


        *****


রচনাকাল -
৯ ফেব্রুয়ারী ২০২৪