প্রতিপদের ভাঙা চাঁদের মতো
বুকের লুকোনো কান্না
ক্রমশ নীরব ফল্গুধারায় ভেসে যায়।


হৃদয়ের ক্যানভাসে আঁকা ছবি
ছেঁড়া ছেঁড়া মেঘের মতো
হাওয়ায় উড়ে যায় আনমনে।


বুকের পাথর সরিয়ে দেখি
স্বপ্নগুলো যন্ত্রনায় ছটফট করছে
তীক্ষ্ণ শলাকায় বিদ্ধ ভালোবাসাও।


রজনীগন্ধা শিউলি চামেলি সবাই
সুগন্ধি ফুলেরা হাসছে বিরামহীন
বৃন্তচ্যুত হয়েও ...


ভালোবাসার বারান্দায় নিজের প্রতিবিম্ব
ক্রমশ ঝাপসা হতে হতে -
চাঁদ ডোবা নিশীথে হারিয়ে যায়।।


        ****