রামধনু সুতোয় বেঁধেছি তোমায় ভালোবাসার রাখী
বন্ধন হোক সব ধর্মের পাওনা রেখো না বাকী।


রাখী বন্ধন উৎসব হোক কাউকে বাদ না দিয়ে
মনের কালিমা দূরে সরিয়ে হাতটা দাও বাড়িয়ে।


মুখের হাসি দাও ফিরিয়ে গরীব হাসছে লাজুক -
আজ শুভদিনে বুকে জড়িয়ে প্রাণের পরশ মাখুক।


সুগন্ধি বাতাস দোল খেয়ে যায় এই ধরণীর পরে ...
সোনালী রোদ্দুর হাসি ছড়িয়ে সবার দুঃখ যে দূর করে।


ব্যস্ত সময় ব্যস্ত মানুষ ব্যস্ত পুবের আকাশ -
ভোরের পাখিরা কলরব করে পেয়েছে মুক্ত বাতাস।


শ্রাবণী পূর্ণিমা জ্যোৎস্না আলোয় হৃদয়ে মধুর সুর
ভালোবাসার নতুন সংজ্ঞা রাখী বন্ধনে হোক দূর।।


                ********