মুঠো ঘৃণা উড়িয়ে দিলে
কালো মেঘের দিকে
ভাসিয়ে দিলে সুখের কপাল
চাষির মুখ ফিকে!


উবে গেছে মুখের হাসি
সোনালী ফসল জলে
দিশেহারা কৃষক শ্রমিক
যাবে সব বিফলে।


নারী পুরুষ ছুটছে মাঠে
লক্ষ টাকা ঋণ
নষ্ট ফসল নষ্ট সুখ
দুঃখ চিরদিন।


চাষির স্বপ্ন সোনালী ধানে
আনবে একটু সুখ
অসময়ে অনাবৃষ্টি
বাড়বে শুধুই দুখ।


লক্ষ্মী মাগো তোমার দয়ায়
আছি বেঁচে সবাই
কঠোর শ্রমের মূল্য কোথায়
বাঁচার আশা বৃথাই!


     ****