ঋণের বোঝা বাড়তে বাড়তে চোখে অন্ধকার
নিঃসঙ্গ বিষাদের যন্ত্রণা কাউকে বলে লাভ নেই
কে শুনবে গোপন দুঃখের ইতিকথা।


চাঁদের আলোতে রাত্রিও যেন জ্যোৎস্নাহীন
বুকের মধ্যে সযত্নে লালিত সুখ হারিয়ে গেছে
ঋণের বোঝা ক্রমাগত বাড়ছে তো বাড়ছেই।


মাথা নিচু করে কেটে গেল সারাটা জীবন
রোদ্দুরে পুড়ে যাচ্ছে ভোরের আকাশ –
পুড়ে যাচ্ছে ঋণগ্রস্থ অসহায় এক পুরুষ।


শৃঙ্খলে বাঁধা জীবনে শুধুই দীর্ঘশ্বাস
ক্ষয়ে যাওয়া শরীর ক্রমশ বেঁকে যাচ্ছে
পাহাড়ের মত উচু মাথাতেও ধ্বস নামছে অবিরত।


শরীর ভিজছে বৃষ্টিতে তবুও ঘাম শুকোয় না
ফুরিয়ে আসা শরীরে এক আকাশ অভিমান
ঋণের বোঝায় কান্না শুকিয়ে চোখ হয়েছে দৃষ্টিহীন!


            *******