জীবন যখন স্বৈরাচারী পতন অনিবার্য
ভাঙন যখন কপাল জুড়ে সিদ্ধ হবে না কার্য।


পাপের ঘরে শনি যখন শরীর পচা লাশ
ঠাকুর দেবতা যতই ডাকো বিপদ বারো মাস।


ইস্ত্রি করা সভ্য পুরুষ মনে হিংসা দ্বেষ
কালবোশেখি ঝড়ে তোমার হবে অহং শেষ।


আকাশ জুড়ে অমানিশি খুঁজছো আলোর পথ
সুখের ঠিকানা খুঁজেই সারা বিফল মনোরথ।


শ্রাবণ মেঘে লুকিয়ে আছে সোনালী ফসলের দিন
হৃদয় তুমি উজাড় করো শোধ হবে যত ঋণ।।


               ********