বন্ধ চোখের পাতায় ভরা বসন্তের বিকেল
দক্ষিণা বাতাসে নেই কোনো ঘূর্ণাবর্তের পূর্বাভাষ
শিমুল পলাশে লাল আবীরে মাখামাখি –


দুটো নদী কখন মিলেমিশে হয় একাকার
সঙ্গমস্থলের ঘোলা জলে জন্ম নেয় অপরূপ সৃষ্টি
ময়ূরপঙ্খীতে ভেসে বেড়ায় দুটো অসংযমী শরীর।


ধুলো ঝড়ে বালুচরের কিচ্ছু এসে যায় না
ফাল্গুনী হাওয়াতেও হিমেল পরশ লেগে আছে
কৃষ্ণচূড়া গাছে নতুন প্রাণের রঙ লেগেছে।


দুটো নদী এঁকেবেঁকে চলে যায় দূর সীমানায়
আবার সঙ্গম ঘটে জীবন স্রোতের মোহনায়
ধীরে ধীরে জন্ম নেয় নতুন নতুন শাখানদী
পৃথিবী ঘুরছে, শরীর পুড়ছে, নদীও ...


         ******