ভালোবাসার সাঁকোয় জ্যৈষ্ঠের ভোর
আঁচল ধরে কাটছি সাঁতার অরিরাম।


হাসনুহানা জলের ভেতর লিখছে কবিতা
ডুব সাঁতারে পেরিয়ে যায় সপ্ত সাগর।


ধীবরের জালে ভেসে ওঠে জলপরী
এক নিমিষে উধাও হল সেই নারী।


গোপন কথা লুকিয়ে রেখো জলের ভেতর
শরীর গন্ধ লুকাবে কোথায় নেই জানা।


পরশ পাথর ছুঁলেই যদি হয় সোনা
শরীর ছোঁয়াও ঐ পাথরে নেই ক্ষমা।।


         ********