অনেক গোপন অক্ষর থেকে জন্ম নেয়
ভালোবাসার অমৃত স্বাদ ...
শিউলি বিছনো পথে কাঁটা নেই
লোভ ছুঁয়েছে উজ্জ্বল চোখের পলক।


হাঁটু মুড়ে বসে চেয়েছি ভালোবাসা ভিক্ষা
স্বীকারোক্তি আদায় করতে দু’চোখে এনেছি জল
বিষণ্ণ পাইন বনে তবুও স্বর্গীয় হাওয়া -
ওষ্ঠের স্পর্শে জীবন্ত হয়ে ওঠে মধ্যরাত।


শরীরের নীল রাস্তা ছুঁয়ে গেছে
অলৌকিক জ্যোৎস্নার মায়াময় আলো ...
শরৎ মেঘের দল নানা অছিলায় উদাস
কাশফুলের মনোরম উতলা হাওয়া হয়েছে পাগল।


মোমের আলোয় গলে গলে তৈরি হয় স্বপ্ন
ভালোবাসার অমৃত স্বাদ পেতে নিতে হয় স্বীকারোক্তি
শরীরের ইন্দ্রিয়গুলো খুলছে তুমুল বৃষ্টিতে ...
গোপন অক্ষরগুলো ছড়িয়ে পড়ছে অস্থির বিছানায়।।


             *********