হাতের মুঠোয় সোনার কাঠি
স্বর্গ দিয়েছে ধরা
যাকিছু চেয়েছি সব পেয়েছি
তবুও বুকটা খরা।


একটি ভুলেই হারিয়ে গেছে
অনেক তাজা প্রাণ
মোবাইল ফোন কানে দিয়ে
চালাবেনা কোনো যান।


ভালোর চেয়ে মন্দ বেশী
করছে ক্ষতি ফোন
নষ্ট সময় নষ্ট সমাজ
নষ্ট বুকের ধন।


ভালো কাজে ফোন ব্যবহার
নয় কোনো অপরাধ
জীবন হানি বন্ধ হলেই
মানুষ হবে নিরাপদ।


হাতের মুঠোয় গোটা দুনিয়া
বিশ্ব ভুবন জয়
দূরের মানুষ এনেছে কাছে
আলাপনে নেই ভয়।
  
   ****