আবীর আর রঙের মাঝে আচমকা আবির্ভূত হলে তুমি
হৃদয় চন্দনের মতো সুগন্ধি সারা শরীরে
বসন্ত উৎসবে প্রথম দেখা তোমার সাথে
উচ্ছল তরুণীর মুখটা যেন রামধনু রঙে রাঙানো।


বকের ডানায় এখন সূর্য ডোবা আলো
গোধূলি সন্ধ্যায় শাড়িতে তুমি অপরূপা
আমার উড়ন্ত চুমুতে তোমার ওষ্ঠে ওঠে কোলাহল
জোনাকির দল ভালোবাসার স্বীকৃতি দেয়।


শিমুল পলাশ কৃষ্ণচূড়া আবীর রাঙা লাল
ভোরের আলোয় হালকা শিশির ঘাসেরা করেছে স্নান
আমের মুকুল শাখায় শাখায় ভরে ওঠে মনপ্রাণ
তারি মাঝে তোমায় পেলাম এ যে বিধাতার দান।।


         **********