অনন্ত দরজা পেরিয়ে আসে স্বপ্নের সিঁড়ি
দিগন্ত রেখায় ধুলো ঝড় উড়িয়ে হয় ভোর
মেঘ চেরা বিদ্যুতের ঝলকানি আকাশ জুড়ে।


স্বপ্নের মধ্যে জেগে ওঠে আসন্ন বৃষ্টির পূর্বাভাষ
অন্ধ গলি ছেড়ে স্বপ্নে হেঁটে যায় এক নারী
নিরাভরণ শরীর মাঝরাত খুঁজে বেড়ায় একাকী।


স্বপ্ন দেখা কী অপরাধ, নাকি সব স্বপ্ন সুখ স্বপ্ন!
ভালোবাসার নাগরদোলায় দুলতে বেশ ভাল লাগে -
হঠাৎ স্বপ্ন সিঁড়ি হাওয়ায় মিলিয়ে গেলেই বিপদ!


অনন্ত দরজা হাতছানি দেয় রাত গভীর হলে
চোখের পলক ছুঁয়ে যায় স্বপ্নের মায়াজাল
স্বপ্ন সিঁড়ি ভাঙতে ভাঙতে একেবারে সবার উপরে।।


                ******