সোনালী স্বপ্নগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়
অবাধ্য হিংস্র কীট ...
জীবনের কথা ভাবতে ভাবতে
কেটে গেল সারাটা জীবন।


এক মুঠো বিকেলবেলার রোদ্দুর
বুকে নিয়ে হেঁটেছি বালুচরে
অজস্র মানুষ সংগ্রাম করছে
এক মুঠো খাবারের জন্যে।


সবুজ ঘাসের উপর বিকেলের ছায়া
হৃদয়ের পরতে পরতে লেখা থাকে
সোনালী স্বপ্নের ইতিহাস ...
রোদ ঝড় বৃষ্টিতে স্বপ্ন কখনো হারায় না।


শরীরের অবাধ্য কীটগুলো কুরে কুরে খায়
বাঁচার সংগ্রাম প্রতিদিনই নষ্ট হচ্ছে -
রাত নিঃঝুম হলে ধীরে ধীরে পাখা মেলে
সোনালী স্বপ্নের উড়ান।


এভাবেই স্বপ্নেই বেঁচে আছে মানুষ
বেঁচে থাকবে  প্রতিটি প্রহর, প্রতিটি মুহূর্ত।


             *******