ফেরারি মন         পেয়েছে ঠিকানা
          অশ্রু নদীর জলে
ভালোবাসা আজ        নীরব পথিক
         স্পর্শে সোহাগ মেলে।


পুতুল খেলার      দিন পেরিয়ে
       কুমারী শরীর হাসে
তৃষ্ণা আছে          মন কাননে
        লাজুক শরৎ এসে।


মেঘ সঞ্চার        আগ্রাসী মনে
       অলস সাঁঝের বেলা
জোনাকি আলো      মিটিমিটি জ্বলে
        আঁধারে অবাক খেলা।


কাশফুল আজ        দুলছে হাওয়ায়
           শিউলি শরৎ মন
আগমনী সুর         আকাশে বাতাসে
        আসছে হৃদয় জন।


নদীর বাঁকে         ছুটছে কিশোরী
       বড়ই লাগছে চেনা
স্মৃতির পাতায়       রোদের আলো
      ভালোবাসায় আছে দেনা।।


            ******