দুধের শিশু কেঁদে হয় সারা
পৃথিবীর খিদে চোখে ...
আগমনী গানে মধুর মায়া
খুশি ভরে ওঠে মুখে।


পুবের আকাশ শিশির প্রভাত
শিশুর খাবার নেই
মায়ের বুকে দুধ শুকিয়ে
সবুজ বনানি কই?


আকাশ জুড়ে শুধু কালো মেঘ
ঘরেতে খাবার শূন্য
মায়ের দু’চোখে জলের ধারা
গরীবের নেই কী কোন পুণ্য?


শত ছিন্ন শাড়ীতে লেখা
অভাবের দিনলিপি –
অভুক্ত শিশু কাঁদে সারাদিন
গরীবের ভাগ্যলিপি।


নকশি কাঁথার মাঠ পেরিয়ে
খুঁজছে সুখের দেশ
সেই আশাতেই ভাসছে গরীব
দুঃখের হবে শেষ।।


     ******