বাবা এমন এক পাথর
যে বুক পেতে দাঁড়িয়ে থাকে একা
দিনে রাতে
ঝড়-বৃষ্টি,বজ্রপাতে।
সারা দেহে আঘাতে,আঘাতে ক্ষত
ক্ষয় দেখি হলুদ হাওয়ায়।
বোবা বুক ভেঙে
গড়িয়ে পড়েনা তবু একফোঁটা জল
কারুর ছোঁয়ায়।
শুধু
পাহাড়ের বুকে ঝর্ণা দেখে বুঝি
পাথরেও কত কোমলতা চাপা ছিল একদিন।