সাবধান


জানোয়ার চেনা ভার
জঙ্গলে থাকে না আর।
তাদেরও কেউ কেউ অভিনয় করে,কেউ গায়
হাততালি পায়,
চুপিচুপি প্রসাদের লাইনে দাঁড়ায়;
মাঝে-মাঝে মুখোশটা খুলে গেলে
চেহারাটা বোঝা যায়।
তারা কি হিন্দু,
তারা কি মুসলমান ?
তারা কখনো বিপ্লবী,
কখনো 'চটী' চেটে খান।
সাবধান,সাবধান!
জানোয়ার চেনা ভার
তোমার আমার মাঝে তারা ঘোরে-ফেরে
জামা প'রে সভ্যতার।