এই যে চারায় ফুল ধরেছে,বাহারি তার পাতা
বলতে পারো মালিটা কে?উলটে দেখো খাতা।
কে ঢেলেছে জল সে গোড়ায় পরম মমতায়
নিড়িয়েছে নরম জমি ভরা আগাছায়?
কে দেখাল আলোর দিশা,মুক্ত আকাশ পানে
কে শেখাল ভরতে ভুবন আনন্দে আর গানে?
এই যে আছাড় খেয়ে উঠি আবার ধুলো ঝেড়ে
প্রতিবাদে তাঁর ভাষাটিই নতুন হয়ে ফেরে।
যেতে যেতে হঠাৎ পথে থমকে থামি যদি
তাঁর কথাতে পার হয়ে যাই আজও কঠিন নদী
মন্ত্র যাহার ধারণ করে নিত্য মোদের চলা
ব্যক্তি গড়া,সমাজ গড়া,দেশের কথা বলা,
শিক্ষাগুরু সবার তিনি---সেই সে দেবতারে
কৃতজ্ঞতায় স্মরণ করি,প্রণাম করি তাঁরে।