আমার ইচ্ছাশক্তি এঁটে আছে বুকের মাঝে
               আমি চাই নি তাই সূর্য ওঠে নি
               আমি চাই নি তাই মেঘও সরে নি
              ঝিরঝিরে বাদল যেন শর্তহীন ঝরে।


            ফুলেরা শৃঙ্গার করে বেরোবার আগে
           থেমে যায় আমার নির্দেশে
            চোখ দেখে মন, মন দেখে চোখ
            ভালোবাসা শর্তহীন ঝরে।
      
            শব্দ যেন থেমে আছে কথার অন্তরে
            স্মৃতিওতো জমে আছে কোষের ভিতরে
            রূপ ছিল অন্যধ্যানে
            সুর ছিল হারানো মনে
           তবু গান শর্তহীন ঝরে।