সুখটুকু  পেতে গিয়ে ,হায় রে কি মুশকিল
     জীবনের দামটুকু। দিতে গিয়ে গরমিল


     বাতায়নে দাঁড়িয়েই। হাসাহাসি চলছে
     গরবিনী মেয়েগুলো । প্রেমখেলা সারছে


      মানী ছেলেমেয়েগুলো। বিদেশেই থাকছে
      দামী ব্রেনগুলো সব। উপহার দিচ্ছে


      দেশে দেশে জুয়েলরা। গড়াপেটা খেলছে
       কার মাথা হেঁট হল। সে সব কে দেখছে


      বোমা ফাটে 'গাজাতে'। কাশ্মীরে বন্যা
       ধ্বস নামে কেদারে। নেতা বলে আর না


      অমৃতের পুত্ররা। শেয়ারেই মেতেছে
       লক-আউট কোম্পানি। মশা মাছি বেড়েছে


      ট্রামে-বাসে ভিড় বেশি। তবু হয় জন্ম
      কবিদের ঘাম ঝরে। বোঝে কে সে মর্ম!