আমি অপরাধী
তুমি নিরপরাধ্‌
আমি দগ্ধ অন্তর্দহনে,
বাহ্যিক সুখ আর আনন্দ ভিতরে বহ্নি চিতা।


তুমি নির্দোষ যতসব আমি
অশ্রুজল মুছি তবু বদনে হাসি
তুমি চমকের মোড়কে ঘেরা আর
আমি তোমাকে নয়
মোড়কের প্রত্যাশায়
আমার সর্বষ্য প্রার্থনা।


তুমি তোমার যুক্তিতে অটল
আমার যুক্তিহীন বিবেক তোমাতে পাগল|


প্রতিদিন গগন বিদারী সুর্য্য রশ্নি বিলায় তোমাতে
যদি স্বার্থহীন উপকারে হয় অপরাধ
তবে তুমি নও আমি অপরাধী।
...........................................................